ভারতের জাতীয় উদ্যান তালিকা || List of National Parks of India

ভারতের জাতীয় উদ্যান তালিকা || List of National Parks of India

ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা 

জাতীয় উদ্যান 

জাতীয় উদ্যান হলো প্রাকৃতিকভাবে অথবা মানুষ তারা নির্মিত বনাঞ্চল , যেখানে বন্যপ্রাণী নিরাপদে বসবাস এবং তাদের প্রজননের নিরাপত্তা বনদপ্তর দ্বারা শুনেছিত করা হয় । ভারতের প্রথম জাতীয় উদ্যান ১৯৩৫ তাহলে ভারত সরকার দ্বারা স্থাপিত হয়, যেটি জিম করবে ন্যাশনাল পার্ক ( উত্তরাখন্ড  )। ১৯৭২ সালে বন্যপ্রাণীতে রক্ষার্থে  ভারত সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু করে ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান - নর্থ ইস্ট গ্রীনল্যান্ড ন্যাশনাল পার্ক ।
  • বর্তমান ভারতের মোট জাতীয় উদ্যানের সংখ্যা - ১০৬ টি ।
  • ভারতের প্রথম ন্যাশনাল পার্ক -জিম করবে ন্যাশনাল পার্ক ( উত্তরাখন্ড  ) ।
  • ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক - হেমিস ন্যাশনাল পার্ক (লাদাখ ) ।
  • পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান - সুন্দরবন ন্যাশনাল পার্ক ।
  • কোন জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত - কাজিরাঙা জাতীয় উদ্যান ( আসাম , ৪৩০ বর্গকিলোমিটার) ।
  • পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান - কেবুল লামজো (মনিপুর ) ।
  • ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান - সাউথ বাটন ন্যাশনাল পার্ক ।
  • পশ্চিমবঙ্গের মোট জাতীয় উদ্যানের সংখ্যা - ৫টি ।


ভারতের জাতীয় উদ্যান তালিকা 

জাতীয় উদ্যান রাজ্যের নাম
বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
সিঙ্গোলিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধপ্রদেশ
রাজীব গান্ধী জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ
শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ
মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ
নামদাফা জাতীয় উদ্যান অরুনাচল প্রদেশ ডিব্রু সইখোয়া
ডিব্রু সইখোয়া জাতীয় উদ্যান আসাম
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসাম
মানস জাতীয় উদ্যান আসাম নামেরি
নামেরি যাতে উদ্যান আসাম
রাজীব গান্ধী জাতীয় উদ্যান আসাম
বাল্মিকী জাতীয় উদ্যান বিহার
গুরু খাসিদাস জাতীয় উদ্যান ছত্রিশগড়
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্রিশগড়
কঙ্গের ভ্যালি জাতীয়তা ছত্রিশগড়
মোল্লেম জাতীয় উদ্যান গোয়া
ব্ল্যাকবাক জাতীয় উদ্যান গুজরাট
গির জাতীয় উদ্যান গুজরাট
কষ্ট উপসাগর মেরিন জাতীয় উদ্যান গুজরাট
বনসদা জাতীয় উদ্যান গুজরাট
সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা
গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ
ইন্দারকিলা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ
ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ
বেতলা জাতীয় উদ্যান ঝাড়খন্ড
অনসি জাতীয় উদ্যান কর্ণাটক
বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক
বানেরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক
কুত্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটক
নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটক
আনামুদি শোলা জাতীয় উদ্যান কেরালা
এরাভিকুলাম জাতীয় উদ্যান কেরালা
মথিকোটান জাতীয় উদ্যান কেরালা
পাম্বাদুম শোলা জাতীয় উদ্যান কেরালা
পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা
সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালা
বান্ধবগর জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
পেঞ্জ জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
সঞ্জয় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
বনবিহার জাদুকর মধ্যপ্রদেশ
চান্দোলী জাতীয় উদ্যান মহারাষ্ট্র গুগামল জাতীয় উদ্যান
গুগামল জাতীয় উদ্যান মহারাষ্ট্র নাভেগাঁও
নাভেগাঁও মহারাষ্ট্র
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্র
তাদোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্র
কেবুল লামজো জাতীয় উদ্যান মনিপুর
শিরুই জাতীয় উদ্যান মনিপুর
বালপত্রম জাতীয় উদ্যান মেঘাল নকরেক
নকরেক জাতীয় উদ্যান মেঘালয়
ফাওংপুই ব্লু জাতীয় উদ্যান মিজোরাম
মুরলেন জাতীয় উদ্যান মিজোরাম
ইনটাংকি জাতীয় উদ্যান নাগাল্যান্ড
ভিতরকনিকা জাতীয় উদ্যান ওড়িশা
সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা ডজাট
ডেজাট জাতীয় উদ্যান রাজস্থান
কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান
মুকুন্দরা জাতীয় উদ্যান রাজস্থান
রণথম্ভোর জাতীয় উদ্যান রাজস্থান
সারিসকা জাতীয় উদ্যান রাজস্থান
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম
গুন্ডি জাতীয় উদ্যান তামিলনাড়ু
গাল্ফ জাতীয় উদ্যান তামিলনাড়ু
ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান তামিলনাড়ু
মধুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ু
মুকুরথি জাতীয় উদ্যান তামিলনাড়ু
কাসু ব্রক্ষানন্দ রেড্ডি জাতীয় উদ্যান তেলেঙ্গানা
মহাবীর জাতীয় উদ্যান তেলেঙ্গানা
মৃগাবনী জাতীয় উদ্যান তেলেঙ্গানা
বাইসন বা রাজবাড়ী জাতীয় উদ্যান ত্রিপুরা
ক্লাউডেড লেপার্জাড তীয় উদ্যান ত্রিপুরা
দুধওয়া জাতীয় উদ্যান উত্তর প্রদেশ
জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখন্ড
গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখন্ড
গোবিন্দ জাতীয় উদ্যান উত্তরাখন্ড
নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখন্ড রাজাজী জাতীয় উদ্যান
রাজাজী জাতীয় উদ্যান উত্তরাখন্ড
ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান উত্তরাখন্ড
ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর
গ্যালাথিয়া বে জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর
মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর
মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর
রাণী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবার
স্যাডল পিক জাতীয় উদ্যান আন্দামান ও নিকোবর
দাচিগাম জাতীয় উদ্যান জম্বু ও কাশ্মীর
কিস্তওয়ার জাতীয় উদ্যান জম্মু-কাশ্মীর
সেলিম আলী জাতীয় উদ্যান জম্বু ও কাশ্মীর
কাজিনাগ জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীর


File Details::

File Name: ভারতের জাতীয় উদ্যান তালিকা

File Format: PDF

No. of  Pages : 4

Click Here to Download

Post a Comment

don't share any link

Previous Post Next Post